চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৮ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন আগের মতো ভবিষ্যতেও কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছয় পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।
সংবাদদাতার সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেয়ার সময় তিনি বলেছেন, এখন ছয় পক্ষীয় বৈঠক কিছু নতুন জটিল উপাদান এবং সমস্যার সম্মুখীন হচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বিশেষ করে প্রধান পক্ষগুলো আন্তরিকতা এবং নমনীয়তা দেখিয়ে ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়ার অগ্রগতি ত্বরান্বিত করা এবং চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের প্রকাশিত মিলিত বিবৃতি কার্যকরী করা উচিত।
ছিন কাং বলেছেন, চীন কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা সমর্থন করে, কোরীয় উপদ্বীপ আর উত্তর-পূর্ব এশীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে, শান্তিপূর্ণ পদ্ধতিতে আলোচনা ও সংলাপের মাধ্যমে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধান সমর্থন করে।
|