ইসরাইলের পুলিশ ও নিরাপত্তা বাহিনী ১৮ এপ্রিল সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, যাতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ঘটনা প্রতিরোধ করা যায়।
ইসরাইলের বেতারের সূত্রে জানা গেছে, ইসরাইলের যাবতীয় পুলিশ শক্তি নিয়োগ করে বিভিন্ন প্রধান রাস্তায় অস্থায়ী চেক-পয়েন্ট স্থাপন করবে। সঙ্গে সঙ্গে তারা গণ-ব্যবহার্য জায়গায় পাহারা জোরদার করবে।
ইসরাইলী বাহিনী সার্বিকভাবে ফিলিস্তিনী অঞ্চল অবরোধ করবে এবং ফিলিস্তিনের সশস্ত্র ব্যক্তিদেরকে অনুসন্ধান ও গ্রেফতার করবে।
অন্য খবরে প্রকাশ, জিহাদের মুখপাত্র আবু আহমেদ একইদিন হুমকি দিয়ে বলেছেন, এই সংস্থা ইসরাইলে আত্মঘাতী হামলা চালানোর জন্যে ৭০ জনকে পাঠাবে। তিনি আরো বলেছেন, ১৭ এপ্রিল তেল আবিবে সংঘটিত হামলা শুধু জিহাদের প্রথম সাফল্য।
|