চীনের খৃষ্টান পরিষদ ও চীনের পোটেস্টেন্ট গীর্জা গোষ্ঠীর তিন দেশপ্রেমিক আন্দোলনের জাতীয় কমিটির উদ্যোগে চীনের গীর্জাগুলোর বাইবল প্রকাশনা প্রদর্শনীএপ্রিল মাসের শেষ দিক মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন করা হবে । দেড়মাস স্থায়ী এই প্রদর্শনীতে চীনের গীর্জাগুলোর বাইবেল ছাপানো ও প্রকাশনার কাজকর্ম দেখানো হবে । চীন এই প্রথমবার বিদেশে বাইবলের প্রকাশনা সম্পর্কিত প্রদর্শনী আয়োজন করছে ।
১৮ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত একটি তথ্যজ্ঞাপন সভায় চীনের খৃষ্টান পরিষদের প্রধান মাদাম ছাও সেন চে বলেছেন , এই প্রদর্শনীতে চীনের খৃষ্টান সম্প্রদায়ের ধর্মবিশ্বাসের পূর্ণ স্বাধীনতা সম্পর্কিত অনেক ছবি দেখানো হবে । তিনি আরো বলেছেন , এই প্রদর্শনী চীন ও যুক্তরাষ্ট্রের খৃষ্টানদের সংলাপ , পারস্পরিক সমঝোতা ও মৈত্রী বাড়াবে ।
উল্লেখ্য, চীনে মোট এক কোটি ৬০ লাখ খৃষ্টান আছেন । ১৯৮০ সাল থেকে গত বছরের শেষ নাগাদ পর্যন্ত চীনে মোট চার কোটি কপি বাইবেল ছাপানো হয়েছে ।
|