২৬ এপ্রিল হচ্ছে বিশ্ব মেধাস্বত্ব দিবস। চীনের সংশ্লিষ্ট পক্ষ বিশ্ব মেধাস্বত্ব দিবসের আগমনকে স্বাগত জানাতে ধারাবাহিক প্রচার তত্পরতা আয়োজন করবে।
আমাদের সংবাদদাতা ১৮ এপ্রিল সংশ্লিষ্ট বিভাগ থেকে জেনেছেন, প্রতি বছর বিশ্ব মেধাস্বত্ব দিবসে চীন সংশ্লিষ্ট প্রচার তত্পরতা আয়োজন করে, যাতে চীনের জনসাধারণ এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর মাঝে মেধাস্বত্ব সংরক্ষণে সচেতনতা বাড়ে। চলতি বছর মেধাস্বত্ব প্রচার তত্পরতার প্রসঙ্গ হচ্ছে "পরিসেবা নবায়ন করা এবং সমাজের জন্য পরিসেবা করা" । তত্পরতা চলাকালে চীনের সংশ্লিষ্ট পক্ষ ফোরাম, জাতীয় মেধাস্বত্ব ব্যুরোর উন্মুক্ত দিবস, বক্তৃতা ইত্যাদি পদ্ধতিতে জনগণের কাছে চীনের মেধাস্বত্ব সুরক্ষা ক্ষেত্রের নীতি, আইন এবং অন্যান্য দেশের এই ক্ষেত্রের অভিজ্ঞতা ব্যাখ্যা করবে।
|