v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-18 14:43:44    
একদল চীনা বৃদ্ধার চামড়ার পাপেট নাচ

cri

    উত্তর চীনের হোপেই প্রদেশের থাং শান শহরে রয়েছে বৃদ্ধাদের নিয়ে গঠিত একটি চামড়ার পাপেট নাচ দল ।দলের সবচেয়ে প্রবীণ সদস্য কাও লানের বয়স ৭৪ বছর । গত দশ বারো বছরে অনেকের কাছে অপরিচিত চামড়ার পাপেট নাচ কাও লান ও তার নাচ দলের অন্য সদস্যদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে । এ বছর চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রে প্রচারিত বসন্ত উত্সবের সান্ধ্য-সম্মিলনীতে " ছিয়াও সিইয়াং" নামক তাদের দলের পরিবেশিত চামড়ার পাপেট নাচ অচিরেই দর্শকদের সমাদর পেয়েছে ।

    গাধা ও গরুর চামড়ায় মানুষ , সাজসজ্জা ও হাতিয়ার খোদাই করে সেগুলোর ছায়া পর্দার ওপর নিক্ষেপ করে চীনের ঐতিহ্যবাহী চামড়ার পাপেট শো দেখানো হয় । চামড়ার পাপেট নাচ শিল্পীদের নাচের ভংগিমা দিয়ে চামড়ার পাপেট শোর বৈশিষ্ট্য ফুটিয়ে তুলে । এ বছর চীনের কেন্দ্রীয় টিভি কেন্দ্রে প্রচারিত বসন্ত উত্সবের সান্ধ্য-সম্মিলনীতে " ছিয়াও সিইয়াং" নামক নাচ দলটি চামড়ার পাপেট নাচ দেখিয়েছে । এই নাচের আনন্দদায়ক ছন্দ ও প্রবল কৌতুক-নাটকের ফলশ্রুতি সম্মিলনীটির আনন্দপ্রদ পরিবেশকে আরো সরগরম করে তুলেছে । এই নাচ দলের সদস্যদের সবার বয়স সত্তরের কাছাকাছি । তাদের নাচ বহু দর্শককে বিমোহিত করেছে । পেইচিংয়ের মেয়ে চাং সিয়াও লে তাদের অন্যতম । তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন ,

    নাচ দল ছিয়াও সিইয়াংয়ের তো খুব মজা । আমি প্রথমবার এই চামড়ার পাপেট নাচ দেখেছি । আমার কাছে দারুণ লাগে । যেসব বৃদ্ধা নাচ করেছেন , তাদের তো বেশ বয়স হয়েছে । তবে তারা খুবই ভালোভাবে নেচেছেন । এ তো সহজ কথা নয় । আমি সত্যিই তাদের সম্মান করি ।

    ছিয়াও সিইয়াং নাচ দলটি ১২জন সদস্য নিয়ে গঠিত । কাও লান এই দলের নেত্রী । কি কারণে কাও লান এতো বুড়ো বয়সেও হলেও মঞ্চে আরোহণ করেছেন ? তিনি আমাদের সংবাদদাতাকে তার তখনকার ধারণা ব্যক্ত করে বলেছেন ,

    একদিকে শরীর চর্চার জন্যে , অন্যদিক অবসর নেয়ার পর আমার মনের নি:সংগতা ও নির্জনতা কাটিয়ে উঠার জন্যে আমি নাচ করতে শুরু করেছি ।

    অবসর নেয়ার পর কাও লানের জীবন কিছু সময়ের জন্যে মন্দা অবস্থায় ছিল । পরে থাং শান শহরে প্রবীণদের বিশ্ববিদ্যালয় চালু হয় । নাচের প্রেমিক কাও লান এই বিশ্ববিদ্যালয়ের নাচের ক্লাসে ভর্তি হন । তাঁর নিজের চিন্তাভাবনা আছে । তিনি নিজের শিখা নাচ একসাথে শরীরচর্চায় অংশগ্রহণকারী বৃদ্ধাদের শিখাতে চান । তিনি বলেছেন ,

    রোজ আমি প্রথমে বিশ্ববিদ্যালয়ের নাচের ক্লাস করি । তারপর আমি পার্কে ফিরে এসে আমার শিখা নাচ আমার সহচরদের শিখিয়ে দিই । তাদের সংগে মিশতে আমার বেশ ভালো লাগছে । আমি তাদের শিখাতে ইচ্ছুক । কেন না , ছোটবেলা থেকে আমি নাচতে পছন্দ করি।

    আসতে আসতে প্রতিদিন ভোরবেলায় অধিক থেকে অধিকতর সংখ্যক লোক কাও লানের কাছ থেকে নাচ শিখতে আসেন । দশ বছর আগে কাও লান ও তার সহচররা "ছিয়াও সিইয়াং নাচ দল গঠন করেন । নাচ দলটি গঠনের প্রথম বছরেই তাদের নাচ প্রবীণদের এক জাতীয় নাচ প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে । এই পুরস্কার পেয়ে কাও লান ও তার সহচররা অত্যন্ত আনন্দিত হন । এতে নাচ করার ব্যাপারে তাদের উত্সাহ-উদ্দীপনা আরো বেড়েছে । তখন থেকে আনুষ্ঠানিকভাবে মঞ্চে নাচ পরিবেশন করা তাদের সবচেয়ে বড় আকাংক্ষা হয়ে দাঁড়িয়েছে ।

    শেষ পর্যন্ত সুযোগ মিলল । ১৯৯৭ সালে থাং শান শহরে প্রবীণদের একটি শিল্পী দল গঠনের উদ্যোগ নেয়া হয় । কাল বিলম্ব না করে ছিয়াও সিইয়াং নাচ দল তাতে যোগ দেয়ার জন্যে আবেদন করে । তবে শিল্পী দল বলেছিল যে, যাদের উচ্চতা ১.৬ মিটারের বেশি আর যাদের বয়স ৫৫ বছরের নীচে তাদের কেবল ভর্তি করা হবে । তার ওপর কাও লান ও তার সহচরদের নাচের মানও উন্নত ছিল না । অবশেষে তাদের নাচ দল বাদ পড়েছে ।

    এই ঘটনার মধ্য দিয়ে কাও লান ও তার সহচররা নিজেদের দুর্বলতা দেখতে পেয়েছেন এবং উপলব্ধি করতে পেরেছেন যে, শিখানোর জন্যে বিশেষ পেশাদার শিক্ষক নিযোগ করতে হবে আর নাচ দলটির নিজের প্রতিনিধিত্বকারী নাচ থাকতে হবে । দৈবাত নাচ দলটির একজন সদস্যা একদা স্থানীয় প্রখ্যাত চামড়ার পাপেট নাচের শিক্ষক ফান চিন ছাইয়ের কাছ থেকে এই নাচ শিখেছিলেন । সুতরাং নাচ দলটি তাঁর কাছে গিয়ে পড়ল । তাদের অনুরোধ ফান চিন ছাইকে এক অসুবিধায় ফেলে দিল । তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন ,

    তখন আমি ১১ বছর ধরে চামড়ার পাপেট নাচ করে এসেছি । এসব বৃদ্ধাদের দেখে আমার ভাবনা হলো, তারা একেবারেই নাচের শিল্পীদের মত নন । নি:সন্দেহে তারা আমার নাচের কর্মকে পদদলিত করবে । কিন্তু তারা তাদের নাচ শিখানোর জন্যে আমার কাছে তারা একান্ত অনুরোধ করলেন । তাদের নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে ।

    অবশেষে ফান চিন ছাই তাদের অনুরোধ গ্রহণ করেন । তাঁর ছাত্রদের বয়স তার চেয়েও বেশি । পরবর্তীকালের প্রশিক্ষণ তাঁকে বিমোহিত করে । শিক্ষক ফান যতদূর সম্ভব নাচের ভংগিমার কঠিনতা বহুলাংশে কমিয়ে আনলেও এইসব বয়স্ক ছাত্রের জন্যেও দৈনন্দিন প্রশিক্ষণ বরাবরই ছিল একটি নিতান্ত কঠিন ব্যাপার । তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক কাও লানের কাছে আরো বেশি দু:খ-দুর্দশার শিকার হতে হয়েছে । সবার জন্যে অপরিচিত চামড়ার পাপেট নাচ ভালোভাবে শিখার জন্যে কাও লান কঠোর পরিশ্রম করেছেন । তিনি বলেছেন ,

    রান্না করার সময়েও আমি নাচ চর্চা করি । বাড়িতে আমি সবসময় নাচের ভংগিমা করি । এমন কি হাটার সময়ও আমি নাচ করতে থাকি ।

    আমাদের সংবাদদাতা লক্ষ্য করেছেন , নাচ করার সময়ে কাও লান ও তার সহচরদের মুখে যে হাসি ফুটে উঠে , তা বিশেষভাবে লোকদের দৃষ্টি আকর্ষণ করে ।