সম্প্রতি চীনের মূলভূভাগ তাইওয়ান প্রণালীর দু'পারের আদান-প্রদান ও সহযোগিতা ত্বরান্বিত করা ও তাইওয়ানবাসীদের সুবিধাজনক ১৫টি নীতি চালু করার কথা ঘোষণা করার পর তাইওয়ানের বিভিন্ন মহল এর উচ্চ মূল্যায়ন করেছে।
তাইওয়ানের জন্য দেয়া এই ১৫টি নতুন সুবিধাজনক নীতির মধ্যে অন্তর্ভুক্ত আছে ৭টি কৃষি ও মত্স্য চাষ সংক্রান্ত নীতি, ৪টি চিকিত্সা ও স্বাস্থ্য বিষয়ক নীতি আর শিক্ষা ও পর্যটন প্রভৃতি ক্ষেত্র জড়িত।
তাইওয়ানের তথ্য মাধ্যমের খবর অনুযায়ী, চীনের কুওমিনতাং পার্টি ১৬ এপ্রিল রাতে এই পার্টির চেয়ারম্যান মা ইং চিউর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, মূলভূভাগ পক্ষের ঘোষিত তাইওয়ানের প্রতি ১৫টি সুবিধাজনক ব্যবস্থা অবশ্যই সাম্প্রতিক বছরগুলোতে অচলাবস্থায় পড়া তাইওয়ানের অর্থনীতিতে নতুন সুযোগ বয়ে আনবে, তাইওয়ানবাসীদের কর্মসংস্থান বাড়িয়ে দেবে। তবে কর্তৃপক্ষকে নীতিগুলো বাস্তবায়িত করতে হবে, সুতরাং তিনি আশা করেন, মিন চিন পার্টি কর্তৃপক্ষ ভবিষ্যতে দু'পারের বিষয়াদিতে সহযোগিতা ত্বরান্বিত করার ভূমিকা পালন করবে।
১৫টি সুবিধাজনক নীতিকে মূলভূভাগে কর্মরত এবং অধ্যয়নরত তাইওয়ানের ব্যবসায়ী এবং ছাত্রছাত্রীরা স্বাগত জানিয়েছে। শাংহাইয়ের তাইওয়ান ব্যবসায়ী সমিতির ভাইস চেয়ারম্যান চেন লু ই বলেছেন, তাইওয়ানের প্রতি নতুন সুবিধাজনক নীতি মূলভূভাগে থাকা তাইওয়ানবাসীদের সব প্রয়োজন চাহিদা মিটিয়েছে।
|