v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-17 19:49:02    
১৭ এপ্রিল

cri
    চ্যাপলিন নিজের চলচ্চিত্র কোম্পানি প্রতিষ্ঠা করেন

    ১৯১৯ সালের ১৭ এপ্রিল ছাপলিন ঘোষণা করে তিনি একটি ব্যক্তিগত চলচ্চিত্র কোম্পানি প্রতিষ্ঠা করবেন। তিনি বলেন তিনি সারা জীবনে চলচ্চিত্র তৈরীর ব্রতে আত্মনিয়োগ করেন। তাঁর প্রভাবে আরও কয়েক জন নাম-করা চলচ্চিত্র শিল্পী তাঁর কোম্পানিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

    জাপান চীন আক্রমণের ঘোষণা প্রকাশ করে

    ১৯৩৪ সালের ১৭ এপ্রল জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগের প্রধান চীনের উপর জাপানের আক্রমনের ঘোষণা প্রকাশ করেন। এই ঘোষণায় বলা হয়, চীনের সঙ্গে জাপানের বিশেষ সম্পর্ক আছে। জাপানের পূর্ব এশিয়ার নিরাপত্তা রক্ষার দায়িত্ব আছে। পূর্ব এশিয়ার শান্তি আর শৃংখলা রক্ষা করা জাপানের একক দায়িত্ব, কোনো দেশ এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না।

    নাজি জার্মানী যুগোস্লাভিয়াদখল করে

    ১৯৪১ সালের ১৭ এপ্রিল যুগোস্লাভিয়ার উপর এক সপ্তাহব্যাপী আক্রমণ চলানোর পর জামার্নীর সৈন্যবাহিনী যুগোস্লাভিয়া দখল করে। জার্মানীর সৈন্যবাহিনীর অগ্রবর্তী সৈন্য প্রথমে যুগোস্লাভিয়ার দক্ষিণ দিকে প্রবেশ করে। ১৯৪১ সালের ৪ এপ্রিল যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডের উপর জার্মানীর বিমান আক্রমণ হয়। এর মাধ্যমে অ-ঘোষিত যুদ্ধের সূত্রপাত হয়।

    ব্রিটেন-লিবিয়া কূটনৈতিক সম্পর্ক বিছিন্ন

    ১৯৮৪ সালের ১৭ এপ্রিল লিবিয়া দূতাবাস অবরোধ ঘটনায় একজন ব্রিটিশ পুলিশকে হত্যা করা হয় বলে ব্রিটেন আর লিবিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিছিন্ন হয়।

     মার্কিন নৌ-বাহিনী ইরানের উপর হামলা করে

    ১৯৮৮ সালের ১৭ এপ্রিল অথার্ত ইরান-ইরাক যুদ্ধ চলাকালে মার্কিন নৌ-বাহিনী উপ সাগরে ইরানের দু'টো তেল প্ল্যাটফর্মেরউপর হামালা করে।

চীনের তাইপেইএর ক্রীড়া প্রতিনিধি দল প্রথম বার চীনের মুল ভূভাগের প্রতিযোগিতায় যোগ দেয়

    এশিয়ার যুব জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যে ১৯৮৯ সালের ১৭ এপ্রিল তাইপেইএর ২৭ জন সদস্যের একটি ক্রীড়া প্রতিনিধি দল পেইচিং পৌঁছে। ১৯৪৯ সালের পর এটা ছিল তাইপেইএর পাঠানো প্রথম ক্রীড়া প্রতিনিধি দল। এ থেকে বুঝা যায় তাইওয়ান প্রণালীর দু পারের ক্রীড়া আদান-প্রদান একটি নতুন পযার্য়ে উন্নীত হয়।

    বিশ্ব প্রদর্শনী শুরু হয়

    ১৯৫৮ সালের ১৭ এপ্রিল বিশ্ব মেলা ব্রাসেলসে শুরু হয়। বেলজিয়ামের রাজা এই মেলার সভাপতিত্ব করেন। ৫১টি দেশ আর অঞ্চল সেই মেলায় অংশ নেয়। সোভিয়েত ইউনিয়নের প্রথম কৃত্রিম উপগ্রহ সে বার মেলায় দেখানো হয়।

    চীন বিশ্ব তহবিল সংস্থায় যোগ দেয়

    ১৯৮০ সালের ১৭ এপ্রিল বিশ্ব তহবিল সংস্থার ঘোষণা করে, চীন এই সংস্থার অনুষ্ঠানিক সদস্য হচ্ছে। ১৯৪৫ সালের ডিসেম্বর মাসে বিশ্ব তহবিল সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক মূদ্রার সহযোগিতা ত্বরান্বিত করা এই সংস্থা গড়ে তোলার উদ্দেশ্য।

    তাইওয়ানের জনগণ জাপান-বিরোধী সংগ্রাম চালায়

    ১৮৮৫ সালের ১৭ এপ্রিল চীনের ছিন রাজবংশ সরকার ' চীন-জাপান মাগুয়েন চুক্তিতে ' সই করে। এই চুক্তি অনুযায়ী, তাইওয়ান জাপানের শাসনাধীন হয়।

    সিরিয়া স্বাধীন হয়

    ১৯৪৬ সালের ১৭ এপ্রিল সিরিয়া স্বাধীন হয় ।১৯৫৬ সালের ১ আগ্যস্ট সিরিয়া চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।