১৭ এপ্রিল সিউলে সফররত চীনের প্রতিরক্ষামন্ত্রী ছাও কাং ছুয়ান দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইয়ুন খাং উং'র সঙ্গে বৈঠক করেছেন। তারা আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি, দু'দেশের সামরিক সম্পর্ক এবং অন্যান্য অভিন্ন স্বার্থ জড়িত সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন।
বৈঠকালে ছাও কাং ছুয়ান বলেছেন, দু'দেশের কূটনৈতিক সম্পর্ক, বিশেষ করে সার্বিক অংশীদারী সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সার্বিকভাবে চালু হয়েছে এবং দু'দেশের সামরিক আদানপ্রদানও সম্প্রসারিত হয়েছে। দু'দেশের সহযোগিতা শুধু দু'দেশের উন্নয়নের জন্যই অনুকূল নয়, বরং তা উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চীন পক্ষ পারস্পরিক উপকারিতার ভিত্তিতে দু'দেশ ও দু'সেনাবাহিনীর সম্পর্ক আরো উন্নয়ন করতে ইচ্ছুক।
ইয়ুন খাং উং বলেছেন, বর্তমান দু'দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হচ্ছে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষা করার ক্ষেত্রে দু'দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। দক্ষিণ কোরিয়া অব্যাহতভাবে দু'দেশের সামরিক সম্পর্ক উন্নয়ন করবে। তিনি আবার এক-চীন নীতি অনুসরণের ঘোষণা করেছেন।
|