ফিলিস্তিন সংবাদ সংস্থার ১৬ এপ্রিলের খবরে প্রকাশ, ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস আনুষ্ঠানিকভাবে সীমান্ত স্থলবন্দরের প্রশাসনিক ক্ষমতা হামাস সরকারকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হামাস একই দিনে ফিলিস্তিনের বিভিন্ন সম্প্রদায়ের কাছে যৌথ সরকার গঠনের আহ্বান আবার ঘোষণা করেছে।
খবরে প্রকাশ, আব্বাস সীমান্ত স্থলবন্দরের প্রশাসনিক অধিকার হামাসকে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন আব্বাসের কার্যালয়ের পরিচালক তা ফিলিস্তিন স্বায়ত্তশাসিত সরকারের সচিবকে জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি সরকারের কাছে সীমান্ত স্থলবন্দরে স্বাভাবিক চালু করা সুনিশ্চিত করে ফিলিস্তিনীদের স্বার্থ রক্ষা করার দাবি জানিয়েছেন।
ফিলিস্তিন স্বায়ত্তশাসিত সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া একই দিনে যৌথ সরকার গঠনের ব্যাপার নিয়ে গাজা অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে জরুরী সম্মেলন আয়োজন করেছেন। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন হামাস যৌথ সরকার গঠনের কথা এখনো বিবেচনা করছে এবং এতে অংশ নিতে ফাতাহকে স্বাগত জানাচ্ছে। জানা গেছে হামাসের এই তত্পরতা ফিলিস্তিনের বিভিন্ন সম্প্রদায়, বিশেষ করে হামাস ও ফাতাহের উত্তেজনাপূর্ণ সম্পর্ক প্রশামিত করার জন্য নেয়া হয়েছে।
|