সুদানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ১৬ এপ্রিল বলেছে, সুদানী প্রেসিডেন্ট ওমর আল-বশির ১৫ এপ্রিল রাতে সুদানের শাদ সরকার বিরোধী সশস্ত্র শক্তিকে সমর্থন করার অভিযোগ অস্বীকার করেছেন।
সুদানের সরকার শাদ সরকার বিরোধী সশস্ত্র শক্তিকে সমর্থন করা সম্পর্কিত শাদের অভিযোগ প্রসঙ্গে তা হচ্ছে বশিরের প্রথম জবাব।
বশির বলেছেন, সুদান বরাবরই গত ফেব্রুয়ারী মাসে দু'পক্ষের মধ্যে স্বাক্ষরিত যৌথভাবে দু'দেশের সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষা সম্পর্কিত চুক্তি পালন করছে। কিন্তু শাদ নিরাপত্তা কমিটির কাজে অংশ নেয়ার জন্যে কোনো প্রতিনিধি পাঠায় নি। এই নিরাপত্তা কমিটির কর্তব্য হচ্ছে দু'দেশের সীমান্ত নিরাপত্তা তত্ত্বাবধান করা। তাই এই চুক্তি যথাযথভাবে কার্যকর হয়নি।
|