হংকংয়ের পত্রিকা ১৭ এপ্রিল পৃথক পৃথকভাবে ভাষ্য প্রকাশ করেছে যে, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের উত্থাপিত তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন সংক্রান্ত "চারটি প্রস্তাব" স্পষ্টভাবে দু'পারের স্বদেশবাসীদের সংগ্রামের লক্ষ্য এবং পরবর্তীকালে দু'পারের সম্পর্কের উন্নয়নের দিক নির্দেশনা দিয়েছে।
১৬ এপ্রিল পেইচিংয়ে হু চিন থাও দু'পারের অর্থনীতি ও বাণিজ্য ফোরামে অংশগ্রহণকারী চীনের কুওমিনতাং পার্টির সাম্মানিক চেয়ারম্যান লিয়ান চানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে হু চিন থাও দু'পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নের "চারটি প্রস্তাব" উত্থাপন করেছেন।
হংকংয়ের "ওয়েনহুই" পত্রিকার ভাষ্যে বলা হয়েছে, হু চিন থাওয়ের উত্থাপিত "চারটি প্রস্তাব" গভীরভাবে শান্তিপূর্ণ উন্নয়ন দু'পারের সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গ হওয়ার কারণ ব্যাখ্যা করেছে এবং তা দু'পারের স্বদেশবাসীদের অভিন্ন সংগ্রামের লক্ষ্যে পরিণত হয়েছে।
"দাকোং" পত্রিকার ভাষ্যে বলা হয়েছে, সাধারণ সম্পাদক হু চিন থাও শান্তিপূর্ণ উন্নয়নকে দু'পারের সম্পর্কের প্রধান ভিত্তি হিসেবে গড়ে তুলেছেন। এতে দু'পারের স্বদেশবাসীর অর্থাত্ চীনা জাতির বৃহত্তম স্বার্থ প্রতিফলিত হয়েছে।
|