বেআইনী এন্টিলোপ শিকারীদের দমন করার জন্য সম্প্রতি চীনের ছিংহাই প্রদেশের বন অধিদপ্তর ২০০৬ সালের বসন্তকালীন এন্টিলোপ রক্ষা অভিযান শুরু করেছে ।
এন্টিলোপ প্রধানতঃ চীনের ছিংহাই-তিব্বত মালভূমিতে থাকে । সাম্প্রতিক বছরগুলোতে ছিংহাই-তিব্বত মালভূমিতে বেআইনী এন্টিলোপশিকার ও হত্যা আর এন্টিলোপের চামড়া বিক্রির ঘটনা ঘটেছে ।
বর্তমান অভিযানে স্থানীয় পুলিশরা এন্টিলোপ সংরক্ষণ এলাকাগুলোতে গিয়েছেন , এন্টিলোপ শিকার ও হত্যাকারী অপরাধীদের বিরুদ্ধে আঘাত হেনেছেন এবং বেআইনীভাবে এন্টিলোপের চামড়া বিক্রির বাজার পরীক্ষা করেছেন । এই অভিযান এ মাসের ৩০ তারিখ পর্যন্তস্থায়ী হবে ।
|