১৭ এপ্রিল উত্তর শ্রীলংকায় দু'টি বিস্ফোরণ দুর্ঘটনা ঘটেছে। তাতে ৭ জন নিহত হয়েছেন, এর মধ্যে ৪জন সরকারি সৈন্য।
জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে উত্তর শ্রীলংকার ভাভুনিয়া অঞ্চলে। শ্রীলংকার একটি সামরিক গাড়ি রাস্তায় পেতে রাখা বোমার শিকার হয়। বিস্ফোরণ স্থলে ৪জন সৈন্য মারা গেছেন আর ৮জন আহত হয়েছেন।
আরেকটি বিস্ফোরণ জাফনা উপদ্বীপের মীসালি অঞ্চলে হয়। এতে আত্মঘাতি হামলাকারী ও তার কাছের দু'জন মারা গেছেন। শ্রীলংকা সরকার মনে করে এই আত্মঘাতি ব্যক্তির সম্ভবত সরকারি বাহিনীর ওপর আঘাত হানার পরিকল্পনা ছিল। কিন্তু বোমাটি আগেই বিস্ফোরিত হয়।
সম্প্রতি শ্রীলংকায় সহিংস বৃদ্ধি পেয়েছে, তাতে কয়েক ডজন মানুষ হতাহত হয়। এসব ঘটনা শ্রীলংকা সরকার ও এলটিটিই'র মধ্যে জেনিভায় দ্বিতীয় দফা আলোচনার জন্য গুরুতর সমস্যা সৃষ্টি করছে। দু'পক্ষের এপ্রিল মাসে দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের কথা ছিলো। কিন্তু এলটিটিই বলেছে, শ্রীলংকা সরকার তামিল ইলাম সংস্থার পূর্বাঞ্চলের নেতাদের উত্তরাঞ্চলে পাঠাতে পারেনি বলে তারা আলোচনায় অংশ নেবে না। পক্ষান্তরে শ্রীলংকা সরকার এলটিটিইকে আলোচনায় বাধা দেয়ার জন্য অজুহাত সৃষ্টি করার অভিযোগ করেছে।
|