১৬ এপ্রিল আরব লীগ কায়রোয় ঘোষণা করেছে যে, মরক্কোর কূটনীতিক মোখতার লামানি আরব লীগের ইরাক কার্যালয়ে দায়িত্বশীল কর্মকর্তা নিযুক্ত হয়েছেন। ১৮ এপ্রিল তিনি বাগদাদে গিয়ে তাঁর দায়িত্ব গ্রহণ করবেন।
এটা হচ্ছে ইঙ্গ-মার্কিন পরিচালিত বহুজাতিক ইরাক যুদ্ধ বাঁধানো এবং সাদ্দাম সরকারকে উচ্ছেদ করার পর আরব লীগের প্রথম ইরাক কার্যালয় স্থাপন ।
একই দিন আরব লীগের কর্মকর্তা বলেছেন, বর্তমানে ইরাকেস্থাপিত কার্যালয়ে আরব লীগের প্রধান কাজ হচ্ছে আরব লীগের প্রতিনিধিত্ব করে ইরাকের সকল রাজনৈতিক পন্থীর সঙ্গে যোগাযোগ ও সংলাপ করা, যাতে আরব লীগ ইরাকের রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে এবং ইরাকে জাতি সমঝোতা সম্মেলনের জন্য সংশ্লিষ্ট প্রস্তুতি নেয়া যায়।
|