ফিলিস্তিনের স্থানীয় বার্তা সংস্থার খবরে জানা গেছে, ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস আনুষ্ঠানিকভাবে সীমান্ত স্থলবন্দরের প্রশাসনিক অধিকার হামাসকে ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন ।
খবরে বলা হয়েছে যে, আব্বাসের অফিসের পরিচালক রাফিক আল-হোসেন ১৫ এপ্রিল আব্বাসের সিদ্ধান্ত ফিলিস্তিন স্বশাসন সরকারের মহাসচিবকে জানিয়ে দিয়েছেন, এবং সরকারের উদ্দেশ্যে সীমান্ত স্থলবন্দরের স্বাভাবিক কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ফিলিস্তিনীদের স্বার্থ রক্ষা করা যায়।
৫ এপ্রিল আব্বাস গাজা এলাকার কয়েকটি স্থলবন্দর অধিগ্রহণ করার কথা ঘোষণা করেছেন। কিন্তু ১৪ এপ্রিল ফিলিস্তিনের প্রধানমন্ত্রী, হামাসের নেতা ইসমাইল হানিয়া ভাষণ দেয়ার সময় সরকারের অধিকারে আব্বাসের হস্তক্ষেপের নিন্দা করেছেন।
|