১৬ এপ্রিল পেইচিংয়ে আয়োজিত তথ্য জ্ঞাপন সভায় চীনের কুও মিন তাং পার্টির সাম্মানিক চেয়ারম্যান লিয়েন চান বলেছেন, তিনি আশা করেন তাইওয়ান কর্তৃপক্ষের নেতারা তাইওয়ানী জনগণের দাবি মানবেন এবং দু'তীরের অর্থ-বাণিজ্য ফোরামের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন।
লিয়ান চান বলেছেন, ১৫ এপ্রিল সমাপ্ত দু'তীরের অর্থ-বাণিজ্য ফোরামে দু'তীরের আর্থিক আদানপ্রদান ও সহযোগিতা জোরদার করার মতৈক্য অর্জিত হয়েছে। মূলভূভাগ তাইওয়ানীদের জন্য ১৫টি কল্যাণকর নীতি প্রকাশ করেছে।
লিয়ান চান বলেছেন, তাইওয়ানের জন্য কৃষি পণ্য বাজার উন্মুক্তকরণ-সহ ১৫টি নীতির মধ্যে কিছুটা মূলভূভাগ এককভাবে বাস্তবায়ন করতে পারে, কিন্তু কিছুটা দু'তীরের মিলিত প্রয়াসে বাস্তবায়ন করা যাবে। তিনি আশা করেন তাইওয়ান কর্তৃপক্ষ তাইওয়ানী জনগণের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়াস চালাবে।
|