চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা চাং সিয়াংছেন ১৫ এপ্রিল তাঁর একটি প্রবন্ধে বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়ার চার বছরে চীন বিভিন্ন ধরণের প্রতিশ্রুতি পালন করেছে। এর মধ্যে পরিসেবার বাণিজ্য বিভাগের উন্মুক্ততার মাত্রা প্রায় উন্নত দেশগুলোর পর্যায়ে পৌঁছেছে।
চাং সিয়াংছেন বলেছেন, পরিসেবার বাণিজ্য ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার ১৬০টিরও বেশী পরিসেবার বিভাগে চীন ৬০ শতাংশ'রও বেশী উন্মুক্ত করেছে। তা উন্নত সদস্যদেশগুলোর মানের কাছাকাছি হয়েছে। পণ্যর বাণিজ্য ক্ষেত্রে প্রতিশ্রুতি অনুসারে এই বছরে চীনের গড়পড়তা শুল্কের মান ৯.৯ শতাংশে কমেছে। বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়ার আগে এই সংখ্যা ছিলো ১৫.৩ শতাংশ।
|