শ্রীলংকা সরকার ১৫ এপ্রিল জানিয়েছে, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম(এলটিটিই) সংস্থার পূর্বাঞ্চলের নেতাদের উত্তরাঞ্চলে পাঠানোর ব্যাপারে মতভেদ রয়েছে বলে আগে নির্ধারিত এপ্রিলের শেষ দিকে জেনিভায় অনুষ্ঠিতব্য দু'পক্ষের আলোচনা সম্ভবত সময়মত হবে না।
শ্রীলংকার শান্তি প্রক্রিয়া সমন্বয় বিভাগের পরিচালক পালিতা কোহোনা একই দিনে কুয়ালালাম্পুরে আয়োজিত তথ্য-জ্ঞাপন সভায় বলেছেন, শ্রীলংকা সরকারের নৌবাহিনী যে পদ্ধতিতে এলটিটিই'র পূর্বাঞ্চলের নেতাদের পাঠাবে সেই নিয়ে সংস্থাটি অসন্তুষ্ট বলে পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে। তাতে এলটিটিই জেনিভায় আলোচনায় অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
এলটিটিই এর আগে এই মত প্রকাশ করেছিলো যে, যদি পূর্বাঞ্চলের নেতারা উত্তরাঞ্চলের অন্য নেতাদের সঙ্গে সাক্ষাত করতে না পারেন, তাহলে তারা আলোচনায় অংশ নেবেন না।
|