চীনের জাতীয় কাউন্সিলের গবেষণা কেন্দ্রের সম্প্রতি প্রকাশিত "চীনের গ্রামীণ-শ্রমিক সংশ্লিষ্ট রিপোর্ট" থেকে দেখা যায়, চীনের গ্রামীণ-শ্রমিক এখন সহায়ক ও পরিসেবা শিল্পের শ্রমিকদের অর্ধেক স্থান দখল করেছে। তারা চীনের শিল্পায়নের প্রধান শক্তি হয়েছেন।
রিপোর্টে বলা হয়েছে, চীনে এখন অন্য শহরে কাজ করা গ্রামীণ-শ্রমিকদের সংখ্যা ১২ কোটি। স্থানীয় অঞ্চলে কাজ করা গ্রামীণ-শ্রমিকদের সংখ্যা যোগ করলে চীনে প্রায় ২০ কোটি গ্রামীণ-শ্রমিক আছে।
রিপোর্টে আরো বলা হয়েছে যে, গ্রামীণ-শ্রমিক চীনের সহায়ক ও পরিসেবা শিল্পের উন্নয়নের জন্য প্রচুর সস্তা শ্রমিক যুগিয়ে দিয়েছে। তারা উত্পাদন শিল্প, নির্মাণ শিল্প ও খাদ্য-পানীয় পরিসেবা শিল্পের চাহিদা মিটিয়েছে।
|