১৫ এপ্রিল তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা গেছে , তিব্বতের সমাজ বিজ্ঞান একাডেমী ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন ও ফ্রান্সসহ পৃথিবীর বিশ-বাইশটি দেশ ও অঞ্চলের বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার সঙ্গে আদান-প্রদানের সম্পর্ক প্রতিষ্ঠা করেছে ।
তিব্বতের সমাজ বিজ্ঞান একাডেমী হলো তিব্বতের বৃহত্তম বহুমুখী গবেষণা সংস্থা । এখন পর্যন্ত প্রায় আট শ'জন বিদেশী পন্ডিত এই একাডেমী সফর করেছেন । এই একাডেমীর উদ্যোগে লাসায় আয়োজিত তিব্বত সম্পর্কিততিনটি আলোচনা সভায় বিভিন্ন দেশের পন্ডিতরা অংশ নিয়েছেন । তিব্বত সমাজ বিজ্ঞান একাডেমীর দুশ'জন পন্ডিত ইউরোপ, এশিয়া ও আমেরিকার ত্রিশাধিক দেশ সফর করেছেন ।
তিব্বত ও বিদেশের পন্ডিতদের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে । এই সব সহযোগিতা ও আদান-প্রদান তিব্বতের প্রকৃত অবস্থা জানতে বিদেশীদের সাহায্য করেছে ।
|