ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের রাজধানী শ্রীনগরে ১৪ এপ্রিল উপর্যুপরি ৭টি গ্রেনেড হামলা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছে।
স্থানীয় পুলিশ বলেছে, ১ ঘন্টার মধ্যে সশস্ত্রব্যক্তিরা শ্রীনগর শহরের কেন্দ্র আর অন্য এলাকায় ৪টি গ্রেনেড ছুড়েছে । তারপর ডাল হ্রদের তীরে ও শ্রীনগরে পুনরায় গ্রেনেড বিষ্ফোরণ ঘটিয়েছে । গ্রেনেড বিস্ফোরণের পর, শ্রীনগরে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং হামলার ঘটনার নিন্দা করেছেন এবং জনগণের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
|