১৫ এপ্রিল পর্যন্ত চীনের নভোযান শেন চৌ- ৬ -এর কক্ষপথ কেবিন ইতিমধ্যে কক্ষপথে ১৮০ দিন কাজ করেছে । এই কেবিন পৃথিবী ঘিরে ২৯০০ বার ঘুরেছে ।
গত বছরের ১২ অক্টোবর চীনের নিজস্ব গবেষণায় তৈরী করা শেনচৌ- ৬ নভোযান সাফল্যের সঙ্গে মহাকাশে প্রবেশ করে । ১৭ অক্টোবর নভোযানটির প্রত্যাবর্তনের কেবিন ও কক্ষপথ কেবিন আলাদা হয় । দুজন নভোচারী মহাকাশে পরীক্ষার কাজ সম্পন্ন করে প্রত্যাবর্তন কেবিনে করে পৃথিবীতে ফিরে আসেন । নভোযানের কক্ষপথ কেবিন অব্যাহতভাবে কক্ষপথে ঘুরতে থাকে । গত ছয় মাসে কক্ষপথ কেবিনের বিভিন্ন উপাত্ত থেকে জানা গেছে , কক্ষপথ কেবিনের কাজ ঠিকমতো চলছে , বৈজ্ঞানিক পরিমাপক যন্ত্রগুলো স্বাভাবিকভাবে কাজ করছে । এই সব উপাত্ত চীনের পরবর্তীকালের চন্দ্র অভিযানের জন্য মজবুত ভিত্তি স্থাপন করেছে ।
|