আফ্রিকান ইউনিয়নের বাণিজ্যমন্ত্রী সম্মেলন ১৪ এপ্রিল কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত আফ্রিকান ইউনিয়নের কর্মকর্তারা বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা দফা আলোচনার ফলাফলে যথাযথভাবে আফ্রিকার কল্যাণের কথা বিবেচনা করা উচিত। একই দিনে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পাস্কাল লামি নাইরোবিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের উদ্দেশ্যে দোহা দফা আলোচনায় ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সেই দিন আফ্রিকান ইউনিয়নের বাণিজ্য ও শিল্প বিষয়ক সদস্য এলিজাবেথ তানকু বলেছেন, যদি দোহা দফা আলোচনার ফলাফল আফ্রিকার কল্যাণের কথা যথাযথভাবে বিবেচনা না করে , আফ্রিকার তা প্রত্যাখ্যান করার অধিকার আছে। বিভিন্ন দেশের মন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের কাছে অযৌক্তিক বাণিজ্যিক ভর্তুকি বাতিল করা এবং উন্নয়নমুখী দেশগুলোকে শিল্পোন্নত দেশের বাজারে প্রবেশের জন্য আরো বেশি সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন।
একই দিনে লামি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যে কৃষি ভর্তুকি আর বাণিজ্যিক বাধা কমানোর আহ্বান জানিয়েছেন, যাতে দোহা দফা আলোচনার বিভিন্ন পক্ষ চলতি বছরের এপ্রিল মাস শেষ হওয়ার আগে প্রাথমিকভাবে চুক্তি স্বাক্ষর করতে পারে।
|