তাইওয়ান প্রণালীর দুপারের আর্থ-বানিজ্যিক ফোরাম ১৪ এপ্রিল পেইচিংয়ে উদ্বোধন হয়েছে ।
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য , চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিংলিন উদ্বোধনী অনুষ্ঠানেসার্বিকভাবেদুপারের অর্থনৈতিক আদানপ্রদান ও সহযোগিতাকে গভীরতর ও সম্প্রসারিত করা সম্পর্কে চার দফা প্রস্তাব উত্থাপন করেছেন । তা হল, এক, গণ কল্যাণ থেকে শুরু করে দুপারের অর্থনীতির অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়ন করা , দুই , সরাসরি বিমান চলাচলের মাধ্যমে দুপারের অর্থনৈতিক সম্পর্কের স্বাভাবিক উন্নয়নের নতুন পরিস্থিতি সৃষ্টি করা , তিন, প্রযুক্তিগত মান ও প্রতিদ্বন্দ্বী শক্তি উন্নত করাকে কেন্দ্র করে দুপারের অর্থনৈতিক সম্পর্কের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা আর চার, যোগাযোগ জোরদার করার মাধ্যমে পারস্পরিক উপকারিতা ও সহযোগিতা সম্পর্কে দুপারের সুবুদ্ধি ও শক্তি সমন্বিত করা ।
চীনের কুওমিতাং পার্টির অবৈতনিক চেয়ারম্যান লিয়েনচানও ফোরামে ভাষণ দিয়েছেন । তিনি প্রণালীর দুপারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়ে চীনা জাতির গৌরব, প্রগতি , সমৃদ্ধির জন্যে নতুন অধ্যায়সংযোজন করার এবং দুপারের তিনটি জায়গার শক্তি সমন্বিত করে ভবিষ্যতের অর্থনীতি উন্নয়ন ত্বরান্বিত করার এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হওয়ার আহবান জানিয়েছেন ।
জানা গেছে , দুপারের আর্থ-বানিজ্যিক আদানপ্রদান ও সরাসরি বিমানচলাচল দুদিনব্যাপী আর্থ-বাণিজ্যিক ফোরামটির প্রধান আলোচ্যবিষয় । ফোরামটিতে দুপারের অর্থনীতিতেদুপারের আর্থ-বাণিজ্যিক আদানপ্রদানের প্রভাব, কৃষি সহযোগিতা , সরাসরি বিমানচলাচল, পর্যটন ও অর্থ সহ পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করা হবে । চীনা কমিউনিস্ট পার্টি ও কুওমিতাং পার্টির উচ্চপদস্থ কর্মকর্তা ,দুপারের সংশ্লিস্ট শিল্পপ্রতিষ্ঠান , শিল্প-বাণিজ্য গোষ্ঠীর দায়িত্বশীল ব্যক্তি এবং অর্থনৈতিক মহলের বিশেষজ্ঞ ও পন্ডিত সহ মোট পাঁচশ' লোক ফোরামটিতে অংশ নিচ্ছেন । ফোরাম চলাকালে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিনথাও আবার কুওমিতাং পার্টির অবৈতনিক চেয়ারম্যান লিয়েনচানের সঙ্গে দেখা করবেন ।
|