মরোকোয় সফররত ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ১৩ এপ্রিল বলেছেন, ফিলিস্তিন মধ্য-প্রাচ্য শান্তির "রোড ম্যাপের" ভিত্তিতে ফিলিস্তিন-ইসরাইল সমস্যা সমাধানের প্রক্রিয়ায় বজায় থাকবে, তিনি আশা করেন যে ইসরাইল একপক্ষীয় তত্পরতা ত্যাগ করে আলোচনা আবার শুরু করবে।
আব্বাস বলেছেন, হামাস গণতন্ত্রিক উপায়ে নির্বাচিত বলে ইসরাইল ও অন্যান্য দেশের উচিত তাকে গ্রহণ করা। তিনি ইসরাইল সরকারের প্রতি কঠোর অবস্থান ত্যাগ করার তাগিদ দিয়েছেন, এবং জোর দিয়ে বলেছেন শুধু মধ্য-প্রাচ্য শান্তির "রোড ম্যাপের" ভিত্তিতে রাজনৈতিক সংলাপ চাললে, ফিলিস্তিন-ইসরাইল বিবাদ সমাধান করা যাবে।
অন্য খবরে প্রকাশ, রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন একই দিন মস্কোয় বলেছেন, রাশিয়া মধ্য-প্রাচ্য শান্তির "রোড ম্যাপের" ভিত্তিতে ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে একটি স্বাধীন ফিলিস্তিন দেশের প্রতিষ্ঠা সমর্থন করে।
তাছাড়া, একইদিন তুরস্কের বৃহত্তম শহর ইস্তান্বুলে সমাপ্ত ইসলামী সম্মেলন সংস্থার চতুর্থ সম্মেলনে "ইস্তানবুল ঘোষণা" প্রকাশিত হয়েছে, তাতে আন্তর্জাতিক সমাজের প্রতি হামাসকে ফিলিস্তিনী জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকার করার আহ্বান জানানো হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, "জেরুসালেম রাজধানী হিসেবে নিয়ে একটি ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠা করা উচিত"।
|