বিশ্বের বৌদ্ধধর্ম মহলের ব্যক্তিরা চীনের ধর্মীয় পরিবেশের ইতিবাচক মূল্যায়ণ করেছেন । সম্প্রতি পূর্ব চীনের চে চেয়াং প্রদেশের রাজধানী হাং চৌতে অনুষ্ঠিত প্রথম বৌদ্ধধর্ম ফোরামে অংশগ্রহণকারী বিশ্বের বৌদ্ধধর্ম মহলের বিশিষ্ট ব্যক্তিরা আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাতকারে মনে করেন যে , এবারের ফোরামে ধর্মবিশ্বাসের ক্ষেত্রে চীন সরকারের উদারতা প্রতিফলিত হয়েছে ।
যুক্তরাষ্ট্রের বৌদ্ধপন্ডিত জান হাই বলেছেন , সংস্কার ও উন্মুক্ততার নীতি চালু হওয়ার পর চীনে ধর্মবিশ্বাসের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হচ্ছে । তিনি বলেছেন , তিনি মাঝেমধ্যে চীনের নামকরা পাহাড় ও প্রাচীন মন্দির পরিদর্শন করেছেন এবং চীনের মুল ভূভাগে তাঁর রচনা প্রকাশ করেছেন । তিনি নিজেই অনুভব করছেন যে, চীনের ধর্ম , বিশেষ করে বৌদ্ধধর্মের নিরন্তর উন্নতি হচ্ছে । শ্রীলংকা থেকে আসা কেলানিয়া রাজকীয় মন্দিরের বিশিষ্ট বৌদ্ধপন্ডিত মাহিন্দা সংঘরহিতা মনে করেন যে , বিশ্ব বৌদ্ধধর্ম ফোরামের আয়োজন থেকে প্রতীয়মান হয় যে , চীন সরকার ধর্মের প্রতি জনগণের অনুরাগকে সম্মান করে ।
|