কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাসিমজোমর্টি কেমেলেভিছ টোকাইয়েভ ১৩ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, কাজাখস্তান-চীন প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের নির্মাণের বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা করা হচ্ছে।
চীনে কাজাখস্তানের দূতাবাসে চীনের সমাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা তাঁর সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, কাজাখস্তান-চীন সহযোগিতা ক্ষেত্রে কাজাখস্তানের তেল শিল্প একটি প্রধান অংশ হয়েছে, কাজাখস্তান চীনের সঙ্গে কয়েকটি বিশাল প্রকল্প বাস্তবায়ন করেছে।
চীন ও কাজাখস্তান গত বছরে চীন-কাজাখস্তান তেল পাইপলাইনের প্রথম প্রকল্প "আতাসু--আলাপর্বত" নির্মাণ সম্পন্ন করেছে। দীর্ঘকাল ধরে দু'পক্ষ অব্যাহতভাবে দু'দেশের প্রাকৃতিক গ্যাস পাইপলাইন যুক্তকরণ নিয়ে আলোচনা করছে। এটা চীন ও কাজাখস্তানের আরেকটি বিশাল শক্তি সম্পদ সহযোগিতা প্রকল্প হবে।
|