চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য ও গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন ১৪ এপ্রিল পেইচিংয়ে বলেছেন , কোওমিটাং পার্টি ও কমিউনিস্ট পার্টি আদান-প্রদানের যে প্ল্যাটফর্ম গড়ে তুলেছে , তার অবকাশ প্রশস্ত এবং আলোচ্যসূচী উন্মুক্ত । আমি তাইওয়ান প্রণালীর দুই তীরের বিভিন্ন মহলের লোকদের এই প্ল্যাটফর্মে অংশ নিতে স্বাগত জানাচ্ছি ।
একই দিন পেইচিংয়ে অনুষ্ঠিত দু তীরের অর্থনৈতিক ও বাণিজ্যিক ফোরামে ভাষণ দেয়ার সময়ে চিয়া ছিং লিন এই কথা বলেছেন । তিনি বলেছেন , একটি প্ল্যাটফর্ম গড়ে তুলে ব্যাপক পর্যায়ে বিভিন্ন মহলের বিদ্বান ব্যক্তিদের আমন্ত্রণ করে দুই তীরের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা নিয়ে আলোচনার উদ্দেশ্যেই চীনা কমিউনিস্ট পার্টি ও কোওমিটাং পার্টির সংশ্লিষ্ট বিভাগ মিলিতভাবে এই ফোরামের আয়োজন করেছে ।
|