১৩ এপ্রিল জাপানের লিবেরাল ডেমক্র্যাটিক পার্টির কমুরা মাসাহিকো আর অর্থমন্ত্রী তানিগাকি সাদাকাজু টোকিওতে রাজনৈতিক নীতি সম্বন্ধে প্রস্তাব দিয়ে জাপান সরকারের প্রতি বিভিন্ন এশীয় দেশের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখা ও উন্নত করার জন্যে দাবি জানিয়েছেন ,যাতে জাপানের এশিয় কূটনীতির পুনর্গঠন করা যায় ।
কমুরা বলেছেন, যদিও জুনিচিরো কোইজুমির সংস্কারের মৌলিক দিক ঠিক কিন্তু তাঁর এশিয় কূটনীতি খুবই ব্যর্থ। তিনি বলেছেন, জাপান একটি শিল্পোন্নত দেশ যা সবচেয়ে সম্ভাবনাময় উন্নয়নমুখী দেশ-- চীন ও ভারতের কাছে অবস্থিত। জাপানের উচিত এই সুবিধা কাজে লাগিয়ে তার এশিয় কূটনীতি উন্নত করা ।
তানিগাকি বলেছেন, বর্তমানে জাপান সরকার এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে তার সম্পর্ককে অস্বাভাবিক অবস্থায় রেখেছে । তা খুবই ভুল । জাপান সরকারের উচিত চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করা ,যাতে এশিয় কূটনীতি পুনর্গঠন করা যায় ।
|