কাতারের আল-যাজিরা বেতার ওয়াইবসাইট সূত্রে প্রকাশ , ইসরাইল ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে দখলকৃত ফিলিস্তিনী ভূমি থেকে সরে যেতে রাজি হলে হামাস তাকে স্বীকৃতি দেবে ।
ফিলিস্তিন স্বশাসিত সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার নিকটবর্তী কতিপয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সেই ওয়াইবসাইট বলেছে , ১৯৬৭ সালে তার দখলকৃত ভূমি থেকে সরে যাওয়া সহ ফিলিস্তিনের কিছু শর্ত মেনে নিলে, হামাস ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রস্তুত থাকবে । একজন কর্মকর্তা বলেছেন , এটা হবে হামাসের নীতির একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন । আগামী কয়েক দিনের মধ্যে হানিয়া এই সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে আশা করা যাচ্ছে ।
|