চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১৩ এপ্রিল পেইচিংয়ে বলেছেন , তিনি আশা করেন ছ'পক্ষীয় বৈঠকের সংশ্লিষ্ট পক্ষগুলো আন্তরিক ও নমনীয়ভাবে ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার জন্য প্রচেষ্টা চালাবে ।
লিউ চিয়ান ছাও বলেছেন , যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরস্পরকে বিশ্বাস না করার কারণে বৈঠক অচলাবস্থায় পড়েছে । চীন আশা করে সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা , পরমাণু অস্ত্র মুক্ত উত্তর কোরিয়া গঠন করার জন্য প্রচেষ্টা চালাবে।
লিউ চিয়ান ছাও কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যায় চীনের অবস্থান আরেকবার বর্ণনা করেছেন , তা হল : পরমাণু অস্ত্র মুক্ত কোরীয় উপদ্বীপ গড়ার লক্ষ্যে অবিচল থাকবে , সংলাপের মাধ্যে সমস্যা সমাধান করা সমর্থন করবে ।
|