চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও শিং ১৩ এপ্রিল সফররত লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রী এন্টানাস ভালিওনিসের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে লি চাও শিং দু'দেশের সম্পর্কের উন্নয়নের সক্রিয় মূল্যায়ন করেছেন । লিথুয়ানিয়া সরকার যে একচীন নীতি মেনে চলেছে , তিনি তার প্রশংসা করেছেন । তিনি বলেছেন , চীন দু'দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ১৫তম বার্ষিকী উপলক্ষে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন আরো ত্বরান্বিত করতে ইচ্ছুক ।
ভালিওনিস আবার ঘোষণা করেছেন যে , লিথুয়ানিয়া সরকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং একচীন নীতিতে অবিচল থাকবে ।
|