চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১৩ এপ্রিল পেইচিংয়ে বলেছেন , চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী ছুই থিয়েন খাই আগামী ১৪ তারিখ এবং ১৮ তারিখে ইরান ও রাশিয়ায় কর্মসফর করবেন , যাতে ইরানের পরমাণু সমস্যার সমাধান ত্বরান্বিত করা যায় ।
লিউ চিয়ান ছাও বলেছেন , ছুই থিয়েন খাই ইরানের পরমাণু সমস্যা এবং অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে ইরান ও রাশিয়ার সঙ্গে মত বিনিময় করবেন । তিনি জোর দিয়ে বলেছেন , চীন ইরানের নতুন আচরণের ওপর মনোযোগ দিচ্ছে এবং পরিস্থিতির উন্নয়নের জন্য উত্কন্ঠিত । চীন আবার সংশ্লিষ্ট পক্ষের প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন , যাতে আলোচনার মাধ্যমে সঠিকভাবে ইরানের পরমাণু সমস্যা সমাধান করা যায় ।
|