ইরানের রাষ্ট্রীয় স্বার্থনির্ধারককমিটির চেয়ারম্যান , সাবেক প্রেসিডেন্ট আকবার হাশেমি রাফসান্জানি ১২ এপ্রিল বলেছেন , ইরান কোনোমতেই জাতিসংঘের চাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিকল্পনা বন্ধ করবে না । ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণতত্পরতার নতুন প্রবণতার উপর আন্তর্জাতিক সমাজ অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে , সংশ্লিষ্ট পক্ষগুলো যথাক্রমে ভিন্ন মত প্রকাশ করেছে ।
রাফসান্জানি সঙ্গে সঙ্গে বলেছেন , ইরানের পরমাণু সমস্যার উপর কিছু দেশের উদ্বেগ ইরানের পরমাণু প্রযুক্তির অধিকারী হতে বাধা দেয়ার অজুহাত মাত্র ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এমাসের পালাক্রমিক চেয়ারম্যান, জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াংইয়া ১২ এপ্রিল উল্লেখ করেছেন , বৈঠক ও কুটনৈতিক উপায় ইরানের পরমাণু সমস্যার সমাধান করার উত্তমউপায় । তিনি ইরানের উদ্দেশ্যে পরমাণু সমস্যায় সহযোগিতার মনোভাব দেখানোর আহবান জানিয়েছেন এবং বলেছেন, পরিস্থিতির আরও অবনতি এড়ানোর জন্যে সংশ্লিষ্ট পক্ষকে গঠনমূলক তত্পরতা নিতে হবে । রাজনৈতিক ও কুটনৈতিক পদ্ধতির মাধ্যমে ইরানের পরমাণু সমস্যার সমাধান হবে বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরোভ আশা প্রকাশ করেছেন ।
বৃটেন , ফ্রান্স প্রভৃতি দেশ ইরানের পরমাণু সমস্যা সম্পর্কে বৈঠকে অংশগ্রহণকারী ই ইউর সদস্যদেশের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করার সঙ্গে সঙ্গে ইরানের কাছে অনতিবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকাজ বন্ধ করে আবার বৈঠকের টেবিলে ফিরে আসার আহবান জানিয়েছে । উপসাগরীয় আরব দেশের সহযোগিতা কমিটি এক বিবৃতিতে বলেছে , তারা অব্যাহতভাবে ইরানের পরমাণু সমস্যা সমাধান করার প্রচেষ্টা চালানো ও কুটনৈতিক মধ্যস্থতা সমর্থন করতে থাকবে ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের উপর কঠিন ব্যবস্থা নেবে বলে যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করেছে ।
১৩ এপ্রিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহা পরিচালক বারাদি ইরানে তাঁর কর্ম সফর শুরু করেছেন । তিনি বলেছেন , পরামর্শ ও অন্যান্য রাজনৈতিক উপায়ই ইরানের পরমাণু সমস্যাসমাধান করার নির্ভুল পথ ।
|