চীনের কুওমিনতাং পার্টির অবৈতনিক চেয়ারম্যান লিয়েন চান ১৩ এপ্রিল বিকেলে তাঁর সয়রসঙ্গীদেরনিয়ে তাইওয়ান থেকে হংকং হয়ে পেইচিং পৌঁছেছেন । তিনি ১৪ এপ্রিল অনুষ্ঠিতব্য দুপারের আর্থ-বানিজ্যিক ফোরামে অংশ নেবেন ।
পেইচিংয়ের রাজধানী বিমানবন্দরে তিনি ভাষণে বলেছেন , বর্তমান বিশ্বায়নের পরিস্থিতিতে দুপারের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। শান্তিপূর্ণ ও উভয়ের বিজয়ের কাঠামোতে দুপার মিলিতভাবে দুপক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা , পারস্পরিক উপকারিতা ও কল্যাণ ত্বরান্বিত করবে বলে তিনি অপেক্ষায় আছেন । যাতে জনগণের সুখী ও কল্যাণ এবং সমাজের সমৃদ্ধি ত্বরান্বিত হতে পারবে ।
জানা গেছে , দুদিনব্যাপীফোরামটিতে প্রধানতদুপারের আর্থ-বাণিজ্যিক আদানপ্রদান ও সরাসরি বিমানচলাচল বিষয় নিয়ে আলোচনা হবে । ফোরাম চলাকালে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিনথাও লিয়েনচানের সঙ্গে সাক্ষাত করবেন ।
|