চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক সুন কাং বলেছেন, পর্যটন শিল্প চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন ত্বরান্বিত করেছে।
১৩ এপ্রিল দক্ষিণ-পশ্চিম চীনের ছেংতু শহরে অনুষ্ঠিত পর্যটন মেলায় তিনি বলেছেন, স্বদেশের পর্যটন চীনের পর্যটন অর্থনীতির প্রধান বিভাগ, পর্যটন শিল্পের দ্রুত উন্নয়নে চীনের সাধারণ পুঁজি বিনিয়োগের পরিবেশ উন্নত হয়েছে, চীনের বিশ্বমূখী উন্মুক্ততাত্বরান্বিত করেছে এবং বিভিন্ন সংশ্লিষ্ট শিল্পের উন্নয়ন করেছে। বর্তমানে পর্যটন শিল্প হচ্ছে চীনের পরিসেবা শিল্পের প্রাণশক্তি এবং সুপ্ত শক্তিতে সবচেয়ে ভরপুর একটি নতুন শিল্প। চীনের জাতীয় অর্থনীতিতে পর্যটন শিল্পের অবস্থান অব্যাহতভাবে জোরদার হচ্ছে।
জানা গেছে, এ বছরের প্রথম দুই মাসে এ কোটি ৮৭ লাখ জন পর্যটক চীনে এসেছেন, এটা আগের চেয়ে ৪% বেড়েছে।
|