চীন ও জর্জিয়া ১২ এপ্রিল পেইচিংয়ে দু'দেশের মৈত্রী এবং সহযোগিতার আরো উন্নয়ন সংশ্লিষ্ট যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে জর্জিয়া যেকোন "স্বাধীন তাইওয়ান" তত্পরতার বিরোধীতা করার কথা আবার জোর দিয়ে বলেছে।
বিবৃতিতে বলা হয়েছে, জর্জিয়া একচীন নীতিতে অবিচল রেয়েছে, শুধু গণ প্রজাতন্ত্রী চীনের সরকার চীনের বৈধ সরকার, তাইওয়ান চীনের একটি অংশ। যে সংস্থায় শুধু সার্বভৌম দেশ যোগ দিতে পারে, তাতে তাইওয়ানের যোগ দেয়ার বিরোধী জর্জিয়া। জর্জিয়া তাইওয়ানের সঙ্গে সরকারী সম্পর্ক প্রতিষ্ঠা করবে না, কোনো সরকারী আদান-প্রদান করবে না।
বিবৃতিতে চীন জর্জিয়ার স্বাধীন, সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখন্ডতার প্রতি সমর্থন করার কথা আবার জোর দিয়ে বলেছে। চীন জর্জিয়ার স্থিতিশীলতা সুরক্ষা এবং জাতীয় অর্থনীতির উন্নয়ন প্রয়াসের প্রশংসা করেছে।
|