উত্তর কোরিয়ার "রুদুং সিনমুন" পত্রিকা ১৩ এপ্রিল সম্পাদকীয় প্রকাশ করে বলেছে যে , প্রতিরক্ষার জন্যে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র উন্নয়ন করেছে , এবং তা শান্তি রক্ষার শক্তিশালী নিশ্চয়তা ।
সম্পাদকীয়তে বলা হয়েছে , মার্কিন বুশ সরকার উত্তর কোরিয়াকে "অশুভ অক্ষের" তালিকায় যে অন্তর্ভুক্ত করেছে , তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার শামিল । এমন পরিস্থিতিতে নিজের দেশ রক্ষা করার জন্য উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের উন্নয়ন জোরদার করেছে ।
সম্পাদকীয়তে আরো বলা হয়েছে , যদি বুশ সরকার উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৈরী মনোভাব পোষণ করে , তাহলে উত্তর কোরিয়া বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য পরমাণু শক্তি আরো জোরদার করবে ।
|