হংকং খাদ্যবস্তু , পরিবেশ ও স্বাস্থ্য বিভাগ বুধবার সন্ধ্যায় ঘোষণা করেছে , যেহেতু ফ্রান্সে বার্ড ফ্লু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কাজ ফলপ্রসূ হয়েছে , সেহেতু হংকং আংশিকভাবে ফ্রান্সের হাস-মুরগি ও পাখীজাতীয় পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা তুলে নেবে ।
গত ফেব্রুয়ারীতে ফ্রান্সের একটি টার্কি খামারে এইচ ৫ এন ১ বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেয়ার পর হংকং ফ্রান্স থেকে হাস-মুরগি মাংস আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ।
|