বুধবার পেইচিংয়ে প্রকাশিত " ২০০৬ সালে চীনের গণ মাধ্যম পেশার উন্নয়ন সংক্রান্ত রিপোর্টে" ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে , এ বছর চীনের ব্লগ ব্যবহারকারীদের সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে যাবে ।
দেশের বিশেষজ্ঞ ও পন্ডিতদের সংগে মিলে চীনের বিখ্যাত ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের সংকলিত এই রিপোর্টে দেখা গেছে , গত বছরের শেষ নাগাদ চীনের ব্লগ ব্যবহারকারীদের সংখ্যা ১ কোটি ৬০ লাখে দাঁড়িয়েছে এবং পৃথিবীতে ব্লগ ব্যবহারকারীদের সংখ্যা দশ কোটি ছাড়িয়ে গেছে । এটা এই স্বাক্ষর বহন করে যে , ব্লগ ধাপে ধাপে সার্বজনীনতার দিকে এগুচ্ছে । রিপোর্টটিতে অনুমান করা হয়েছে , ২০০৭ সাল পর্যন্ত চীনে ব্লগ ব্যবহারকারীদের সংখ্যা দশ কোটির কাছাকাছি হবে ।
|