v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-13 14:36:07    
গুয়েইয়াং শহরের অছিদ ফুল

cri
    সাম্প্রতিক বছরগুলোতে চীনের অনেক জায়গা বিশেষ করে ছোট-বড় শহরের বাগানগুলোতে নানা ধরনের ফুল লাগানো হয়। চীনের প্রত্যেক শহরে প্রায় নিজের স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন ফুল আছে। আজকের এই আসরে আপনাদের চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়েইয়াং শহরে বেড়াতে নিয়ে যাচ্ছি। বতর্মানে এই শহরের ছোট-বড় পার্কগুলোতে নানা ধরনের অছিদ ফুল ফুটেছে। সারা শহর ফুলের সুগন্ধে মুখরিত হয়। গুয়েইয়াং শহর হল গুয়েচো প্রদেশের রাজধানী। শীতকালে ওখানে বেশ ঠান্ডা নয়, গ্রীষ্মকালে ওখানে আবার বেশ গরম নয়। ওখানের আবহাওয়া এই অছিদ ফুল চাষের অনুকুল। নানা প্রজাতির ফুলের মধ্যে এই অছিদ ফুল গুয়েইয়াংবাসীদের সবচেয়ে জনপ্রিয় ফুল। এই ফুলকে 'শহরের ফুল' হিসেবে গণ্য করা হয়। ফুল ফোটার সময় শহরের ছোট-বড় গলিগুলোতে শহরবাসীদের অছিদ ফুল কিনতে দেখা যায়। ম্যাডাম ওয়াংপিন যিনি দীর্ঘ বছর ধরে ফুলের ব্যবসা করেন তিনি বললেন, স্থানীয় লোকের অছিদ ফুল লাগানোর অভ্যস আছে। সুতরাং স্থানীয় লোকেরা ফুল লাগানোর দিকে বেশী মনোযোগ দিয়েছেন।

    এখানে যে সব ফুল বিক্রি করা হয় সে সব ফুলের নাম প্রতিজাপতি ফুল। সাধারণত এই ফুলের দাম দামি নয়। প্রত্যেক বেসিনের ফুলের দাম তিন থেকে চার শো রেন মি পি। কিন্তু ফুলের দাম যত বেশী হোক না কেন গুয়েইয়াং শহরের জনসাধারণ ফুল কিনতে পছন্দ করেন।

    যারা ম্যাডাম ওয়াংপিনের দোকানে অছিদ ফুল কিনতে আসেন তাদের মধ্যে অনেকেই অছিদ ফুলের অপেশাদার অনুরাগী। তারা শুধু ফুল লাগাতে পছন্দ করেন। কিন্তু 'অপেশাদার' অনুরাগীদের তুলনায় যারা অছিদ ফুলের 'পেশাদার' অনুরাগী অছিদ ফুলের প্রতি তাদের চাহিদা অনেক বেশী। সাধারণত তারা নানা প্রজাতির অছিদ ফুলের মধ্যে নিজের পছন্দমত ফুল বাছাই করেন। মিস্টার লো ভেন ডিয়েন যিনি বিশেষভাবে সিছুয়ান প্রদেশ থেকে ফুল কিনতে এসেছেন তিনি একজন অছিদ ফুলের পেশাদার অনুরাগী। তিনি কেবল বন্য অছিদ ফুল পছন্দ করেন। গুয়েইয়াংএর অছিদ ফুল তারঁ পছন্দমত ফুল।

    সারা চীন দেশে গুয়েইয়াংএর বন্য অছিদ ফুলের সম্পদ সবচেয়ে সমৃদ্ধ। আমার মনে হয় বতর্মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কতর্ব্য হল বন্য সম্পদ রক্ষা করা। এটা পরিবেশের সোভা বাড়ানো, বায়ু পরিস্কার করা এবং শহরবাসীদের গুণমান উন্নত করার জন্যে কল্যাণকর।

    মিস্টার লোর মতো লোক যিনি অছিদ অত্যন্ত পছন্দ করেন তাকে অবশ্যই চীনের বার্ষিক অছিদ ফুলের মেলায় যেতে হবে। ২০০৬ সালের অছিদ ফুলের প্রদশনী গুয়েইয়াং শহরে অনুষ্ঠিত হয়।

    ফুল মেলা গুয়েইয়াং শহরের কেন্দ্রের জাতীয় সংস্কৃতি ভবনে স্থাপিত হয়েছে। এবারকার মেলায় ৪ হাজার ধরনের ফুল দেখান হয়েছে। ফুলের মধ্যে নানা ধরনের পদক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চালানো হয়। যদি কোন এক ধরনের ফুল 'পদক' পায়, তাহলে এই ফুলের রাতারাতি বিখ্যাত হবে। এই ফুলের দামও আপনাআপনি বেড়ে যায়। তা ছাড়া এই ফুল নিশ্চয়ই দর্শকদের আকৃস্ট করবে। সাধারণত বিদেশী ফুল অনুরাগীরা বেশী টাকা দিয়ে তাদের এই পদক বিজয়ী ফুল কিনবেন। এবারকার ফুল মেলায় একজন জাপানী পযটর্ক ২০ হাজার রেন মিন পি দিয়ে পদক বিজয়ী অছিদ ফুর কিনে স্বদেশে ফিরে গেছেন।

    এবারকার ফুল মেলায় আমরা লক্ষ্য করেছি, একটি পদক বিজয়ী অছিদ ফুল লোকের আকর্ষণ করেছে। এই ফুলের রং ফেকাশে লাল। তার একটি সুন্দর নাম আছে। তার নাম ' স্বপ্নের সুন্দরী' । চীনের গুয়াংতং প্রদেশ থেকে আসা মিস্টার হু খো ছিন এই ফুলের খুব প্রশংসা করেছেন। তিনি সংবাদাতাকে বললেন, এবার চীনের বিভিন্ন জায়গার অছিদ ফুল প্রেমিক ব্যক্তিরা এবারকার গুয়েইয়াং ফুল মেলায় সমাবেশিত হয়েছে। তিনি মনে করেন, গুয়েইয়াং অছিদ ফুলকে একটি উত্পাদন শিল্প বিকশিত করতে পারে। তিনি বললেন,

    গুয়েইয়াংএর আবহাওয়া আর পরিবেশ অত্যন্ত ভাল। এই শহরকে পাহাড় আর পানি ভিত্তিক উদ্যান শহর বলে মনে করা হয়। এই পরিবেশ অছিদ ফুল উত্পাদন শিল্প বিকশিত করার জন্যে অত্যন্ত কল্যাণকর।

    চলতি বছরের অছিদ ফুল মেলায় ' সুন্দর চীনা জাতি' নামক অছিদ ফুল দশর্কদের মনে গভীর ছাপ রেখেছে। কারণ এই ফুলের পাপড়ি লাল, হলুদ আর সাদা প্রভৃতি রংয় নিয়ে গঠিত হয়েছে। এই ফুল সিছূয়ান থেকে আনা হয়। এই মূল্যবান ফুল দেখে দর্শকরা আলন্দে মেতে উঠে। হুওয়াং ফু লিন নামে একজন বৃদ্ধা বললেন, এখানে তাঁর ফুল দেখার শেষ নেই। তিনি বলেছেন,

    সবাই এ সব ফুল দেখে মন খুব ভাল লাগে। সাধারণত আমরা কথায়ও যাই না। পার্কগুলোও এ ধরনের ফুল খুব কম দেখা যায়। আজকে এই ফুল দেখে আমার খুব ভাল লাগে।

    তবে এটা খাটি অছিদ ফুলের মেলা বলা যায় না। গুয়েইয়াংএ অছিদ ফুল উপভোগ করার জায়গা আরও আছে। যেমন ধরুন চিনইয়াং ফুল বাগান, ছাওমো ফুল বাগান ইত্যাদ ফুল বাগানগুলোতে নানা ধরনের অছিদ ফুল দেখা যায়। এ সব ফুলের মধ্যে কোন কোন ফুল খুব মূল্যবান। এ সব ফুল না দেখে মানুষ অনুতাপ বোধ করেন। শ্রোতা বন্ধুরা , যদি আপনি এই ঋতুতে গুয়েইয়াং ভ্রমণ করতে আসে তাহলে আমি আপনাকে গুয়েইয়াংএর অছিদ ফুল দেখতে প্রস্তাব করি। ওখানে আপনি নানা ধরনের ফুল উপভোগ করতে পারবেন।