শ্রীলংকার সরকার ১২ এপ্রিল ঘোষণা করেছে, সম্প্রতি একটানা সহিংস ঘটনা হবার কারণে পূর্ব শ্রীলংকার বন্দর নগরী ত্রিনকোমালিতে একইদিন সন্ধ্যা থেকে অনির্দিষ্ট কালের জন্য সান্ধ্য আইন জারী হচ্ছে।
শ্রীলংকার পুলিশ পক্ষ বলেছে, একইদিনে ত্রিনকোমালিতে একটি বোমা বিস্ফোরণ ঘটনা হবার পর এই নগরে দাঙ্গাহাঙ্গামা হয়েছে। এতে কমপক্ষে ১০জন নিহত এবং ৫০জন আহত হয়েছে। তাছাড়া প্রায় ১০টি দোকান এবং একটি পেট্রল স্টেশনে আগুন ধরানোর ফলে তা সবই ধ্বংস হয়েছে।
৭ এপ্রিল ত্রিনকোমালিতে তামিল সংস্থার একজন নেতা গুলিতে নিহত হওয়ার পর এই শহরের পরিস্থিতি বরাবরই উত্তেজনাসংকুল । চলতি সপ্তাহে এই নগরেও আরো কয়েকটি হামলা ঘটনা ঘটেছে। পুলিশ পক্ষ মনে করে, এসব হামলা ঘটনা হলো তামিল টাইগার সংস্থার তত্পরতা।
|