প্রিয় চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান
প্রথম যোদিন আঁখি মেলে পেয়েছিলাম তোমায়
সেদিন থেকে দুষ্টু মন হার মেনেচে তোমার প্রেমের ছোয়ায়।
তাইতো তোমার প্রেমের পথে হয়ে গেলাম পথিক
নিভিয়ে দিওনা তুমি আমার এত আশার প্রদীপ ।
পন করেছি সেই ক্ষন থেকে আপন মনের মাধুরীতে
রাখব তোমায় সারা জীবন আমার হৃদয় কৌঠরীতে ।
---বাংলাদেশের নরসিংদী জেলার নবঅরুন বেতার শ্রোতা সংঘের সভাপতি রাসেল রানা সজীব ।
|