আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক মোহামদ বারাডেই ১৩ এপ্রিল সকালে ইরানে কর্ম সফর করার উদ্দেশ্যে ইরানের রাজধানী তেহরাণে পৌঁছেছেন।
তিনি তেহরাণের মেহরাবাদ আন্তর্জাতিক বিমান বন্দরে সংবাদদাতাদের কাছে বলেছেন, তিনি আশা করেন, এবারকার সফরকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৯ মার্চ প্রকাশিত প্রেসিডেন্ট বিবৃতি মেনে চলার জন্য তিনি ইরানের সরকারকে বুঝিয়ে দিতে পারবেন, যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত সকল তত্পরতা আবার বন্ধ করা যায়। তিনি বলেছেন, তিনি মনে করেন, পরামর্শ ও অন্যান্য রাজনৈতিক উপায় হচ্ছে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের সঠিক উপায়।
ইরানের ভাইস প্রেসিডেন্ট ,রাষ্ট্রীয় আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান আঘাসাদেহের আমন্ত্রণে বারাডেই ইরান সফর করছেন। তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। সফরকালে ইরান আর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মধ্যে অব্যাহতভাবে সহযোগিতা ও আদানপ্রদান নিয়ে মত বিনিময় হবে।
|