১২ এপ্রিল লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা বৈরুতে বলেছেন, তিনি আশা করেন যত তাড়াতাড়ি সম্ভব লেবানন ও সিরিয়ার উত্তেজনাময় সম্পর্ক প্রশমিত হবে ।
তিনি আশা করেন, দু'পক্ষের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তিনি যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়া সফর করবেন । যাতে দু'দেশের সমস্যা নিয়ে সিরিয়ার সঙ্গে মত বিনিময় করা যায় । এটা হচ্ছে মতভেদ সমাধান আর দু'দেশের সম্পর্কের উন্নয়নের সবচেয়ে ভালো উপায় । তিনি বলেছেন, লেবানন সিরিয়ার সার্বভৌমত্ব ও স্বাধীনতা সম্মান করে । এর সঙ্গে সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, সিরিয়াও লেবাননের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সম্মান করবে ।
গত বছরের ফেব্রুয়ারী মাসে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরি হত্যার পর, এ সম্বন্ধে লেবাননের বিরোধী দল প্রকাশিতভাবে সিরিয়ার নিন্দা করেছে এবং সিরিয়াকে লেবানন থেকে তার সৈন্য পুরোপুরি প্রত্যাহার করতে বাধ্য করেছে । তখন থেকে দু'দেশের সম্পর্কের অব্যাহতভাবে অবনতি হয়েছে ।
|