v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-13 10:48:10    
১৩ এপ্রিল

cri
    **১৯৫০ সালের ১৩ এপ্রিল চীনের কেন্দ্রীয়ক গণ সরকার কমিটির সপ্তম অধিবেশনে " চীন গণ প্রজাতন্ত্রের প্রথম বিবাহ আইন" গৃহিত হয় ,৩০ এপ্রিল এই আইন প্রকাশিত হয় ।

    পয়লা মে থেকে এই আইন চালু হয় । আইনটিতে মোট ২৭টি ধারা রয়েছে । এই আইনে বিবাহ ,স্বামী ও স্ত্রীর অধিকার আর দায়িত্ব, বাবা মা ও সন্তানের সম্পর্ক, বিবাহচ্ছেদ, বিবাহচ্ছেদের পর সন্তানের লালন-পালন , শিক্ষা ও সম্পত্তির বন্টন ইত্যাদি সমস্যা সম্বন্ধে বিস্তারিত বিধি প্রণয়ন করা হয় । ১৯৮০ সালের ১০ সেপটেম্বর চীনের পঞ্চম জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশনে দ্বিতীয় " চীন গণ প্রজাতন্ত্রের বিবাহ আইন" গৃহীত হয় । এই আইন বিবাহিত পরিবারের সম্পর্ক বিন্যাসের জন্যে আইনগত ভিত্তি ও নিশ্চিয়তা বিধান করেছে ।

    **১৯৪৫ সালের ১৩ এপ্রিল কয়েক দিনের অলিগলির লড়াই-এর পর ,ভিয়েনা সোভিয়েট ইউনিয়নের লাল ফৌজার পড়ে । কয়েক হাজার জার্মান সৈন্য যুদ্ধবন্দী হয় । বাকি জার্মান বাহিনী লেওপোল্ড শহরের প্রচীন ইহুদী এলাকা আর দুটি বাণিজ্যিক এলাকায় আপ্রাণ প্রতিরোধ করে । সোভিয়েট ইউনিয়নের লাল ফৌজ বলে, নিরাশ জার্মান সৈন্যরা স্থানীয় নিরীহ লোকদের ওপর হামলা চালায় । সোভিয়েট ইউনিয়নের লাল ফৌজ পূর্ব প্রুসিয়ার রাজধানী কনিক্সবার্গ দখল করে এবং প্রায় ৯০ হাজারেরও বেশী জামান সৈন্য যুদ্ধবন্দী হন ।

    ** "জিমন্যাষ্টিকসের রাজকুমার" লি নিংয়ের অবসর ঘোষণা

    ১৯৮৮ সালের এপ্রিল মাসে চীনের "জিমন্যাষ্টিকস রাজকুমার" লি নিং ১০৬টি স্বর্ণপদক অর্জনের পর অবসর নেওয়ার কথা ঘোষণা করেন এবং সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, কোর্চ ও সরকারী কর্মকর্তা হওয়ার সুযোগ পরিত্যাগ করে কুয়াং তুং প্রদেশের সান সুই চিয়াং লি পাও গোষ্ঠীর জেনারেল ম্যানেজারের বিশেষ সহকারী পদে নিযুক্ত হন। তাঁর এই সিদ্ধান্ত তত্কালীন চীনের ক্রীড়া জগত এবং শিল্প মহলে একটি বড় সংবাদ হয়ে দাঁড়িয়েছে ।

    ১৯৯৮ সালে লি নিংয়ের বয়স মাত্র ৩৬ বছর হলেও তাঁর ক্রীড়া জীবন বা ব্যবসায়িক জীবন , উভয় ক্ষেত্রেই লক্ষনীয় সাফল্য পাওয়া গেছে । ১৯৮২ সালে চীনের জাতীয় দশ জন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় । ২৬৩৬৫৬টি কার্যকর ভোটের মধ্যে মাত্র ২০ বছর বয়স্ক জিমন্যাষ্ট লি নিং ২৬১০১৬টি ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। এটা হচ্ছে তাঁর অতীতের সাফল্যের প্রতি চীনাদের স্বীকৃতি। ১৯৮২ সালের ষষ্ঠ বিশ্ব কাপ জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় তিনি একাই ৬টি স্বর্ণ পদক জয় করেছেন। ১৯৮৪ সালের মার্কিন লস-এ্যাঞ্জেলস ওলিম্পিক গেমসে লি নিং পুরুষের ফ্রী এক্সসাইজ, পোমেল্ হর্স, ডলটিং হর্স এই তিনটি স্বর্ণ পদক লাভ করেন। চীনের প্রতিনিধি দলের মোট ১৫টি স্বর্ণ পদকের মধ্যে তিনি একাই তিন ভাগের এক ভাগ দখল করেছেন। তখন থেকে লি নিংকে "জিমন্যাষ্টিকসের রাজকুমার" খেতাব দেয়া হয় ।

    ১৯৯০ সালে লি নিং কুয়াং তুং লি নিং ক্রিড়া পণ্য লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেন, এবং এর জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হন।

    **১৯৯৫ সালের ১৩ এপ্রিল বিখ্যাত ফটোগ্রাফার লাং চিংশান তাইপেই-তে মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর । লাং চিংশান ছিলেন চেচিয়াং প্রদেশের লানসি জেলার অধিবাসী । ১৮৯১ সালের জুন মাসে তিনি চিয়াংসু প্রদেশের হুয়াই'ইন জেলায় জন্মগ্রহণ করেন । ১৩ বছর বয়স থেকে তিনি ক্যমারা নিয়ে ফটোগ্রাফ করেন । তারপর ৯০ বছর ধরে তিনি সবসময় ফটোগ্রাফ করেন এবং অনেক চমত্কার ছবি তুলেন । তিনি বলেছেন: " ক্যমারা নিয়ে ফটোগ্রাফ করা হল আমার জীবন।" "ক্যমারা আমার স্ত্রীর চেয়ে আরো গুরুত্বপূর্ণ।"