১২ এপ্রিল চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া সুয়ান পেইচিংয়ে সফররত কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী তোকায়েভের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন কাজাখস্তানের সঙ্গে অব্যাহতভাবে বহু পাক্ষিক কাঠামোয় সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
সাক্ষাত্কালে তিনি বলেন, চীন কাজাখস্তানের সঙ্গে মিলিত প্রচেষ্টায় সার্বিকভাবে দু'দেশের নেতাদের সম্পাদিত বিভিন্ন মতৈক্য বাস্তবায়ন , রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি , কার্যকর সহযোগিতা সম্প্রসারণ এবং অব্যাহতভাবে দু'দেশের রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক সুসংবদ্ধ ও সমৃদ্ধ করতে ইচ্ছুক।
তোকায়েভ বলেন, দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৪ বছরে, দু'পক্ষ জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা ইত্যাদি বহু পাক্ষিক কাঠামোয় সুষ্ঠু সহযোগিতা করেছে। কাজাখস্তান অব্যাহতভাবে রাজনীতি, আর্থ-বাণিজ্য ও শক্তিসম্পদ ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক, যাতে দু'দেশের সম্পর্ক নতুন পর্যায়ে ত্বরান্বিত হয়।
|