১২ এপ্রিল ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চীফ অব দি জেনারেল স্টাফ ড্যান হলজ্ বলেছেন, ইরান পরমানু অস্ত্রের অধিকারী হলে, বিশ্বের জন্য হুমকি সৃষ্টি হবে।
১১ এপ্রিল ইরান ঘোষণা করেছে যে, ইরান সাফল্যের সঙ্গে নিম্ন-বিশুদ্ধতার সমৃদ্ধ ইউরোনিয়াম উত্পাদন করেছে। এ প্রসঙ্গে ১২ এপ্রিল হাউলজ্ বেতারকে সাক্ষাত্কার দেয়ার সময় বলেন, ইরানের বিবৃতি ইসরাইল ও আন্তর্জাতিক সমাজের জন্য উত্কন্ঠা।
ইরানের পরমানু সমস্যার সমাধানের উপায় প্রসঙ্গে তিনি বলেন, ইসরাইল সংশ্লিষ্ট উপায় স্থির করে নি। বর্তমানে ইরান পরমানু অস্ত্র তৈরী করে নি এবং ইসরাইল ইরানের প্রথম আঘাতের লক্ষ্য স্থির করতে পারে না। সংশ্লিষ্ট পক্ষের ইরানের সঙ্গে আলোচনা করতে সময় লাগবে। এর প্রক্রিয়ায় পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।
|