চীনের তিব্বতের পুতালা প্রাসাদ , লোপুলিনকা ও সাজা মন্দির- এই তিনটি প্রধান পুরাকীর্তির দেয়ালপত্র মেরামতের কাজ অব্যাহতভাবে চলছে । এ পর্যন্ত প্রায় ২ হাজার বর্গমিটারের ক্ষতিগ্রস্ত দেয়ালপত্র সংরক্ষন ও মেরামতের কাজ সম্পন্ন হয়েছে ।
৫ বছরের মধ্যে তিব্বতের উপরোক্ত তিনটি প্রধান পুরাকীর্তির ওপর সার্বিক সংরক্ষণ ও মেরামতের জন্যে২০০২ সালের জুন মাসে চীন সরকার ৩৩ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । দেয়ালপত্রের মেরামত হচ্ছে এই বড় প্রকল্পের অংশ বিশেষ ।
জানা গেছে , পুতালা প্রাসাদের ক্ষতিগ্রস্ত দেয়ালপত্রের ৮০ শতাংশ মেরামতের কাজ শে
|