তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সাপারমুরাট নিয়াজোভ ১২ এপ্রিল একটি সরকারী সভায় বলেছেন , প্রাচীনকালের রেশম পথ বহু আগে থেকেই তুর্কমেনিস্তান ও চীনকে সংযুক্ত করেছিল । আজকের পরিকল্পিত চীনগামী প্রাকৃতিক গ্যাস লাইন আধুনিক রেশম পথে পরিণত হবে । দু দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার ক্ষেত্রে এই লাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
সরকারী সভায় এই মাসের গোড়ার দিকে চীনে তাঁর রাষ্ট্রীয় সফরের সারসংকলন করে নিয়াজোভ বলেছেন , তাঁর এবারকার চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং দু দেশের সম্পর্কোন্নয়নের ইতিহাসে নতুন যুগের সূচনা করেছে । চীন সফরকালে স্বাক্ষরিত চুক্তিগুলো তুর্কমেনিস্তানের যাবতীয় রণনৈতিক তাত্পর্যপূর্ণ অর্থনীতির ক্ষেত্রকে চীনের সংগে সহযোগিতার কক্ষপথে অন্তর্ভূক্ত করেছে ।
|